স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে জেলা পর্যায়ে আন্ত:প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি সোমবার স্থানীয় শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে ছেলে ও মেয়েদের পৃথক দুটি বিভাগে ক্রীড়া প্রতিযোগিতার খেলাগুলো অনুষ্ঠিত হয়। এতে ১০০ মিটার দৌড়, হাই জাম্প, লংজাম্প, অংক দৌড়, বল নিক্ষেপ সহ ১৪ টি ইভেন্টে ৫ উপজেলার বিজয়ী শিশুরা অংশগ্রহণ করে।
অপরদিকে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে নাচ-গান-আবৃত্তি সহ ১৬টি ইভেন্টে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এ. জেড মোরশেদ আলী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। ওইসময় অন্যান্যের মাঝে অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম ভুঁইয়া, নূরে আলম মির্ধা, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র নাথ সাহা, জেলা স্কাউট সাধারণ সম্পাদক, বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকারীরা আগামী ৫ জানুয়ারি ময়মনসিংহের জেলা স্কুল ভেন্যুতে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।