নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি হাজী জালমামুদ কলেজের ১৯৯৭ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শুক্রবার পড়ন্ত বিকেলে সরকারি হাজী জালমামুদ কলেজ রোডের শহীদ মিয়ার দোকানে এই মিলন মেরার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অদিদপ্তর খামার বাড়ী ঢাকার উপজেলা কৃষি অফিসার ১৯৯৭ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থীর কৃষিবিদ মুহাম্মদ শরিফুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে ১৯৯৭ সালের এইচএসসি ব্যাচের শিক্ষার্থী শিক্ষক সাংবাদিক মো. মোশারফ হোসেন, শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তা মো. রুবেল মিয়া, কীটনাশক কোম্পানীর মার্কেটিং অফিসার মো. মোখলেছুর রহমান ও ফারুক আহম্মেদ; সেনাবাহীনির সদস্য মো. শিহাব উদ্দিন, নকলা পৌরসভায় কর্মরত লাইসেন্স পরিদর্শক মাসুদ রানা ও গোলাম সারোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
অতীত কলেজ জীবনের ও বর্তমান নিজ নিজ কর্মস্থলের বিভিন্ন স্মৃতিচারনে তাঁরা মেতে উঠেন। তাঁদের বিবিধ আলোচনা ও আচরনে পরিবেশটা যেন সেই ১৯৯৭ সালের কোন এক আড্ডার কথা মনে করিয়ে দেয়। আড্ডা শেষে উপস্থিত বন্ধুরা এক ফ্রেমে বন্ধী হয়ে থাকতে সবাই ফটো সেশনে অংশ নেন।