স্টাফ রিপোর্টার ॥ শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বার্ষিক সাধারণ সভা ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। ২৫ জানুয়ারি শুক্রবার দুপুরে স্থ’ানীয় পৌর টাউন হল অডিটরিয়ামে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন চেম্বারের বিদায়ী সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ মাছুদ।
সভায় বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন মোঃ মাছুদ। পরে চেম্বার সচিব হারুনুর রশিদ ২০১৭-১৮ অর্থবছরের আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন করে ২০১৯ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন সহ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যবসায়ীদের অবগত করেন। অনুষ্ঠানে গত বছরের ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি আছাদুজ্জামান রৌশন, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, সহ-সভাপতি আরিফ হোসেন সহ নির্বাচিত পরিচালকদের ফুলের তোড়ায় বরণ করে নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
সাধারণ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন নব-নির্বাচিত সভাপতি আছাদুজ্জামান রৌশন, ধান-চাল ব্যবসায়ী হাজী দুলাল মিয়া, শামীম হোসেন, নির্বাচন পরিচালনা বোর্ডের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু প্রমুখ। সভায় চেম্বারের সদস্য বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।