ads

শনিবার , ২৬ জানুয়ারি ২০১৯ | ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিপিএলে প্রথম জোড়া সেঞ্চুরি

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ২৬, ২০১৯ ৭:৫৩ পূর্বাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : নিজেদের আঙিনায় বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথমদিনে বিস্মরণযোগ্য এক অভিজ্ঞতাই হল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চিটাগং ভাইকিংসের। শুক্রবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগংয়ের ওপর দিয়ে রীতিমতো ঝড় বয়ে গেছে।
অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর খুনে সেঞ্চুরিতে রেকর্ডের পাতা রাঙিয়ে চার উইকেটে ২৩৯ রানের পাহাড় গড়ে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। বিপিএলের ছয় আসর মিলিয়েই এটি সর্বোচ্চ দলীয় স্কোর। আগের সর্বোচ্চ ২০১৩ আসরে রংপুরের বিপক্ষে ঢাকার ২১৭/৪।
টি ২০ ইতিহাসেই এক ম্যাচে এক দলের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির মাত্র তৃতীয় কীর্তি এটি। বিপিএলে এক ইনিংসে জোড়া সেঞ্চুরির কীর্তি এই প্রথম। ক্রিস গেইল (২) ও এবি ডি ভিলিয়ার্সের (১) ব্যর্থতার দিনে রংপুরের এমন রান-উৎসব আরও অভাবনীয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চিটাগংয়ের বোলারদের ওপর চড়াও হন রংপুরের ইংলিশ ওপেনার হেলস। দ্বিতীয় উইকেটে আরেক সেঞ্চুরিয়ান রুশোকে নিয়ে গড়েন ১৭৪ রানের রেকর্ড জুটি। ১১ চার ও পাঁচ ছক্কায় ৪৮ বলে ঠিক ১০০ রানে আউট হন হেলস।
১৫তম ওভারে তার বিদায়ের পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন রুশো। দক্ষিণ আফ্রিকান এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ১০০ রানে। তার ৫১ বলের ইনিংসে রয়েছে আটটি চার ও ছয়টি ছক্কা।
এর আগে দিনের প্রথম ম্যাচে দাপুটে জয় পেয়েছে সিলেট সিক্সার্স। জেসন রয়ের ঝড়ো ব্যাটিং ও সোহেল তানভিরের অলরাউন্ড নৈপুণ্যে রাজশাহী কিংসকে (১০৪/১০) ৭৬ রানে হারিয়ে শেষ চারের ক্ষীণ আশা বাঁচিয়ে রাখল সিলেট (১৮০/৬)। নয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে রাজশাহী আছে পয়েন্ট টেবিলের পাঁচে। সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে সিলেট উঠে এসেছে ছয়ে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেটে ১৮০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছিল সিলেট। ২৮ বলে সর্বোচ্চ ৪২ রান করেন এবারের আসরে প্রথম খেলতে নামা ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। তার বিদায়ের পর সপ্তম উইকেটে অধিনায়ক অলক কাপালীর (১৬*) সঙ্গে ৪১ রানের ঝড়ো জুটিতে দলকে ১৮০ পর্যন্ত নিয়ে যান পাকিস্তানি অলরাউন্ডার সোহেল তানভির (১০ বলে ২৩*)। পরে বল হাতেও ১৭ রানে তিন উইকেট নিয়ে রাজশাহীকে গুঁড়িয়ে দেন ম্যাচসেরা তানভির।
সিলেটের আরেক পাকিস্তানি বোলার মোহাম্মদ নওয়াজ ২২ রানে নেন তিন উইকেট। এছাড়া তাসকিন ও কাপালী ধরেন জোড়া শিকার। এই চতুষ্টয়ের তোপের মুখে ১৮.২ ওভারে ১০৪ রানে গুটিয়ে যায় রাজশাহী। ফজলে মাহমুদের ৪১ বলে ৫০ ছাড়া বলার মতো রান নেই আর কারও।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!