ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে বিনা সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি মঙ্গলবার দুপুরে উপজেলার নওকুচি গ্রামে নালিতাবাড়ীর বিনা উপ-কেন্দ্রের উদ্যোগে আয়োজিত ওই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপ-পরিচালক মোঃ আশরাফ উদ্দিন।
কৃষক হাসর আলীর সভাপতিত্বে ওই মাঠ দিবসে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈজ্ঞানিক কর্মকর্তা নাসরিন আক্তার, ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ূন কবীর প্রমুখ। ওইসময় বক্তারা আবহাওয়া উপযোগী বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধকরণের উপর গুরুত্বারোপ করেন। এতে শতাধিক কিষাণ-কিষাণী অংশ গ্রহণ করেন।




