স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে এবার শেরপুরের হয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র কিনেছেন ৯ নেত্রী। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তারা রাজধানী ঢাকার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এবারই শেরপুর থেকে নারী আসনে সর্বোচ্চ সংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ হওয়ায় ১৭ জানুয়ারি বৃহস্পতিবার বিষয়টি ‘টক অব দি টাউন’ হিসেবে আলোচিত হয়।
দলীয় সূত্রসহ একাধিক সূত্রের প্রাপ্ত তথ্য অনুযায়ী, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হতে শেরপুর থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহকারীরা হচ্ছেন দশম সংসদের নারী আসনের এমপি এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, সাধারণ সম্পাদক নাসরিন রহমান, জেলা যুব মহিলা আওয়ামী লীগের আহবায়ক এডভোকেট ফারহানা পারভীন মুন্নী, আদিবাসী নারীনেত্রী রবেতা ম্রং, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা, নালিতাবাড়ী উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান আছমত আরা আছমা, নকলা উপজেলার সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম রেণু ও মহিলা আওয়ামী লীগ কর্মী বিজলী। এছাড়া কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেত্রী, সাংস্কৃতিক অঙ্গণের আলোকিত মুখ নালিতাবাড়ীর প্রয়াত সার্জেন্ট আহাদের স্ত্রী রোকেয়া প্রাচীও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তা নোয়াখালী অঞ্চল থেকে করা হয়েছে বলে সূত্রের দাবি।
এদিকে তফসিল ঘোষিত না হলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর থেকেই সারাদেশের ন্যায় শেরপুরেও চলছে এবার সংরক্ষিত নারী আসনের এমপি কে হচ্ছেন- তা নিয়ে নানা গুঞ্জন। গুঞ্জনে উল্লেখযোগ্য ৪/৫ জনের নাম উঠে এলেও মনোনয়নপত্র সংগ্রহকারীদের সংখ্যা দাড়িয়েছে দ্বিগুণ। এবার এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলীই কি বহাল থাকছেন, নাকি পরিবর্তনে নতুন কেউ হচ্ছেন বা ফের শেরপুরকে শূন্যের কোটায় থাকতে হচ্ছে- এমন সরব গুঞ্জন ক্রমেই বাড়ছে এখন রাজনৈতিক অঙ্গণসহ বিভিন্ন মহলে।
উল্লেখ্য, স্বাধীনতার পর থেকে কেবল দশম সংসদে সংরক্ষিত নারী আসনে শেরপুর থেকে প্রথমবারের মতো এমপি মনোনীত হন জেলা যুব মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট ফাতেমাতুজ্জহুরা শ্যামলী।