ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি সোমবার স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ওপেন হাউস ডেতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ওইসময় তিনি বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনও আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোন অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম ও উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে ওই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, স্থানীয় প্যাসিফিক ক্লাবের সভাপতি আবু রায়হান জুয়েল প্রমুখ। অনুষ্ঠানে ঝিনাইগাতী থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।