নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে ধানক্ষেত থেকে সোহাগ মিয়া (১৭) নামে এক ট্রলি হেলপার কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার উত্তর সন্নাসীভিটা গ্রামের একটি ধান ক্ষেতের মাঠ থেকে ওই লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় ইউসুফ আলীর ছেলে। এদিকে ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ঘটনাস্থল থেকে নুরুল হক (৪০) নামে এক ট্রলি চালককে আটক করেছে।
জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে সোহাগ কোন এক বন্ধুর ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়। পরে সন্নাসীভিটা বাজারে জনৈক ফরহাদের চায়ের দোকানে চা পান অবস্থায় আরও একটি ফোন আসে। এর কিছুক্ষণ পর সোহাগ সেখান থেকে চলে গেলে রাতে আর বাড়ি ফিরেনি। রাতভর মোবাইল ফোনে কল দিলেও সোহাগের ফোনটি বন্ধ ছিল। খোঁজাখুঁজির একপর্যায়ে সোমবার সাড়ে ১০টার দিকে বাড়ির পূর্বপাশের একটি বড় ধানের মাঠের মাঝে গলাকাটা অবস্থায় সোহাগের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সোহাগের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যাপারে শেরপুরের সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ওই ঘটনায় সোহাগের বাবা ইউসুফ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।




