শ্যামলবাংলা ডেস্ক : শুরুতে ঝলক দেখালেও শেষ পর্যন্ত হেরে গেল সিলেট। শনিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের হাইভোল্টেজ ম্যাচে ঢাকার কাছে ৩২ রানে হেরে যায় সিলেট। এই জয়ে টানা চতুর্থ জয় পেল ঢাকা ডায়নামাইটস। রাজশাহী কিংস, খুলনা টাইটানস এবং রংপুর রাইডার্সের পর আজ জয় পায় সিলেট সিক্সার্সের বিপক্ষে। এই জয়ে চার খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখল ডায়নামাইটস।
মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে ঢাকা। টার্গেট তাড়া করতে নেমে ডায়নামাইটসের বোলারদের তোপের মুখে পড়ে ১৪১ রানে গুটিয়ে যায় সিলেট। দলের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন নিকোলাস পুরান।