ads

রবিবার , ৬ জানুয়ারি ২০১৯ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আফগানিস্তানে স্বর্ণের খনির সুড়ঙ্গ ধসে নিহত ৩০

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ৬, ২০১৯ ৭:৪১ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : আফগানিস্তানের উত্তর-পূর্ব এলাকায় একটি স্বর্ণখনি ধসে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় অন্তত সাত জান আহত হয়েছে। ৬ জানুয়ারি রবিবার বাদাখশান প্রদেশের কোহিস্তান জেলায় এ ঘটনা ঘটে।
বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, স্বর্ণ উত্তোলনের জন্য স্থানীয় গ্রামবাসীরা একটি নদীর তলদেশে ২২০ ফিট গভীর একটি সুড়ঙ্গ খুঁড়ে খনিতে নামে। ওই সুড়ঙ্গটি ধসে পড়লে তারা নিহত হন। গ্রামবাসীরা ওই জায়গায়টি খননের জন্য এক্সক্যাভেটর বা বিশেষ যন্ত্র ব্যবহার করার সময় খনিটি ধসে পড়ে।
আফগানিস্তানে প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে। কিন্তু সেখানকার বেশিরভাগ খনিই পুরনো এবং সেগুলো ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করায় ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
এদিকে ঘটনাটি নিয়ে প্রাদেশিক সরকারের মুখপাত্র নিক মোহাম্মদ নাজারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘গ্রামবাসীরা কয়েক দশক ধরে এই ব্যবসায় জড়িত এবং এদের ওপর সরকারের কোনও নিয়ন্ত্রণ নেই।’
তিনি বলেন, সেখানে উদ্ধারকর্মীদের একটি দল পাঠানো হয়েছে কিন্তু গ্রামবাসীরা ইতিমধ্যেই ওই জায়গা থেকে মৃতদেহ সরিয়ে ফেলতে শুরু করেছে।
আফগানিস্তানের বিপুল প্রাকৃতিক সম্পদের বেশিরভাগই তালেবানদের সঙ্গে লড়াইয়ের কারণে আরোহণ করা যায়নি।
এর ফলে গ্রামবাসী এবং তালেবানরা খনি থেকে অবৈধভাবে সম্পদ উত্তোলন করে, যেটা তাদের আয়ের অন্যতম উৎস।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!