নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে দ্রুতগামী বাসের চাপায় মনি রানী পাল (৯) নামে এক শিশু নিহত হয়েছে। ৩ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার শিমুলতলা মহাখালী এলাকার নাকুগাঁও-নালিতাবাড়ী মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে নালিতাবাড়ী উপজেলার শিমুলতলা গ্রামের নিকুঞ্জ পালের শিশু কন্যা মনি রানী পাল রাস্তা দিয়ে যাচ্ছিল। ওইসময় নালিতাবাড়ী থেকে নাকুগাঁওয়ের দিকে যাওয়া দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মনি রানী পাল। খবর পেয়ে থানা পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ও ঘাতক বাসটি আটক করে থানায় নিয়ে যায়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সারোয়ার হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।