শ্যামলবাংলা ডেস্ক : বিশ্বের নানা প্রান্তের মানুষ নানাভাবে উদযাপন করেছেন ইংরেজি নববর্ষকে। বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও তার ব্যতিক্রম ছিলেন না। তবে এ উদযাপন করতে গিয়ে তার নতুন উপলব্ধি হয়েছে। নববর্ষকে বরণ করতে গিয়ে শূন্য ডিগ্রি তাপমাত্রায় ইংলিশ চ্যানেলে সাঁতার কেটেছেন ক্যাটরিনা। বলাই বাহুল্য এত ঠাণ্ডায় বেশিক্ষণ টিকতে পারেননি। পানিতে নেমেই বাধ্য হয়ে ডাঙায় উঠে আসতে হয়েছে নায়িকাকে।
সে অভিজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, নতুন বছরের শিক্ষা হলো ১) গরমের সময়টাতেই সমুদ্রে সাঁতার কাটা, ২) বড়দের কথা শোনা (বিশেষ করে গরমের সময় শুধু সমুদ্রে নামার পরামর্শ মানা), ৩) কাউকে হিংসা না করা। কারণ প্রত্যেককেই নিজের জায়গা থেকে সংগ্রাম করতে হয়, সবারই একই অবস্থা, ৪) মনকে সেখানেই রাখা যেখানে শরীর আছে, এর আগেও নয়, পিছেও নয়।