ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে সোনিয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূ একসঙ্গে ৩ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ১ জানুয়ারি মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের তিনানী মধ্যপাড়া গ্রামে ওই গৃহবধূর বাবার বাড়িতে স্বাভাবিক (নরমাল ডেলিভারি) অবস্থায় পরপর ৩ টি কন্যাসন্তান প্রসব করেন। সোনিয়া উপজেলার কোনাগাঁও গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী। ভূমিষ্ঠ হওয়ার পর নবজাতক ৩ জনের নামও রাখেন তাদের নানা সেকান্দর আলী। নবজাতক প্রথম কন্যার নাম আয়েশা সিদ্দিকী, দ্বিতীয় কন্যার নাম রাবেয়া বস্ত্রী ও তৃতীয় কন্যার নাম রাখা হয় সোমাইয়া। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ৩ নবজাতকের বাবা-মা, দাদা-দাদি, নানা-নানিসহ সব আত্মীয়স্বজন বেজায় খুশি হলেও বুধবার দুপুর ২টার দিকে তৃতীয় নবজাতক সোমাইয়া মারা যায়।
ওই ৩ সন্তানের বাবা আমজাদ হোসেন বলেন, পরপর আমার ঘরে ৩টি সন্তান ভূমিষ্ঠ হওয়ায় আমি ভীষণ খুশি হয়েছিলাম। কিন্তু আমাদের খুশির রেশ কাটতে না কাটতেই তৃতীয় নবজাতক সন্তানটি মারা যায়। বর্তমানে আমার স্ত্রী সোনিয়াসহ অপর ২ সন্তান সুস্থ রয়েছে।
এক সঙ্গে ৩ সন্তান জন্ম দেয়া মা সোনিয়া আক্তার বলেন, আল্লাহ আমাদের ঘরে একসঙ্গে ৩টি সন্তান দান করেছিলেন এর মধ্যে একজন মারা গেছে। আমি বাকি ২ সন্তান ও আমার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।