স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ন্যায় শেরপুরেও নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই বিতরণের মধ্য দিয়ে বই উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকালে শহরের মাধবপুরস্থ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের মধ্য দিয়ে ওই বই উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরে আলম মৃধাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে মাধ্যমিক স্তরে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃ রেজুয়ানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানা যায়, জেলায় এবার ১ হাজার ৮১০ প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ ২৮ হাজার ৪৬০ শিক্ষার্থীর মাঝে ১০ লক্ষ ৬৮ হাজার ১৯০টি বই বিতরণ করা হবে। এছাড়া প্রাক-প্রাথমিকের ৩২ হাজার ৮২২টি ও প্রথম থেকে তৃতীয় শ্রেণির ইংরেজি ভার্সন ১৫০ শিক্ষার্থীর মাঝে আরও ৬শ বই বিতরণ করা হবে।
জেলা মাধ্যমিক কর্মকর্তা শিক্ষা সৈয়দ উদ্দিন বলেন, এবছর জেলায় ১ লাখ ৭১ হাজার ৯৯০ জন শিক্ষার্থীর মধ্যে, ২২ লাখ ৭৬ হাজার ৯৩৭টি বই বিতরণ করা হবে। এর মধ্যে মাধ্যমিক ১৮১, মাদ্রাসা ১০৪ এবং ৩৩টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
শ্রীবরদী : সারাদেশের শ্রীবরদীতেও বই উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকালে শ্রীবরদী এ.পি. পাইলট ইনস্টিটিউশন হলরুমে আয়োজিত ওই বই উৎসবে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেঁজুতি ধর। উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসেন খোকার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুস শিহাবসহ বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নকলা : নকলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকালে পৌর শহরের নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে বই বিতরণের মধ্য দিয়ে ১ জানুয়ারি বিনামূল্যে জাতীয় পাঠ্যপুস্তক বিতরণ বই উৎসব উদ্বোধন করা হয়। ওই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রশিদ প্রমুখ।
ঝিনাইগাতী : ঝিনাইগাতীতে বই বিতরণ উৎসব-২০১৯ পালিত হয়েছে। ১ জানুয়ারি মঙ্গলবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ওই বই বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।