স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ী ও সমাসেবক আলহাজ্ব জহির উদ্দিন ওরফে হইল্যা হাজী (৯৬) আর নেই। তিনি ৩০ ডিসেম্বর রবিবার রাত আড়াইটায় শহরের নবীনগর নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। তিনি দৈনিক কালেরকন্ঠ ও চ্যানেল আই’র শেরপুর জেলা প্রতিনিধি, জেলা ফুটবল এসোসিয়েশন ও জনউদ্যোগের সাধারণ সম্পাদক হাকিম বাবুলের বাবা। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৭ ছেলে, ৭ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। এলাকাসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার উন্নয়নে তার ছিল বলিষ্ঠ ভূমিকা। তার নামেই নবীনগর মোড় হাজীর দোকান মোড় হিসেবেই পরিচিত। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সোমবার বিকেল ৩ টায় শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে নামাজে জানাযা শেষে দক্ষিণ নবীনগর অষ্টমীতলা পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে প্রবীণ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহির উদ্দিন ওরফে হইল্যা হাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের হুইপ, টানা ৫ পঞ্চম দফায় নবনির্বাচিত সংসদ সদস্য আতিউর রহমান আতিক। এক শোকবার্তায় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ মরহুমের আত্মার শান্তি কামনা করে বলেন, তার মৃত্যুতে এলাকায় ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, চেম্বার অব কমার্সের বিদায়ী সভাপতি মোঃ মাছুদ, নবনির্বাচিত সভাপতি আসাদুজ্জামান রৌশন, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।