ads

শনিবার , ২৯ ডিসেম্বর ২০১৮ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় : সিইসি

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৯, ২০১৮ ৫:২০ অপরাহ্ণ

শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচনী প্রতিযোগিতা যেন সহিংসতায় রূপ না নেয় সেজন্য অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, এরমধ্যে কিছু নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। যাতে সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে। তিনি ২৯ ডিসেম্বর শনিবার রাজধানীর আগারগাঁওয়ে কমিশন ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ওই নির্দেশনা দেন।
সিইসি বলেন, নির্বাচনে কোনো প্রার্থীর এজেন্টদের হয়রানি করাটা কাম্য নয়। কারো বিরুদ্ধে ফৌজদারি মামলা না থাকলে কাউকে গ্রেপ্তার করা যাবে না। কাউকে কেন্দ্র ছাড়তে বাধ্য করা যাবে না। দলমত নির্বিশেষে সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
নুরুল হুদা আরো বলেন, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে এবারের নির্বাচন নতুন রেকর্ড গড়েছে, সব রাজনৈতিক দল এতে অংশগ্রহণ করছে। এই নির্বাচন ঘিরে এরই মধ্যে নির্বাচনী সামগ্রী সব জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে গেছে। আজ রাতের মধ্যে সব কেন্দ্রে এসব মালামাল পৌঁছে যাবে।
এ ছাড়া দল-মতের ঊর্ধ্বে থেকে নির্ভয়ে দায়িত্ব পালনের জন্যও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল রবিবার (৩০ ডিসেম্বর) সারা দেশে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Need Ads
error: কপি হবে না!