স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের পক্ষে গণসংযোগ অব্যাহত রেখেছে মহিলা আওয়ামী লীগ। ২৩ ডিসেম্বর রবিবার সকাল থেকে শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা পান্না মিনা ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলার নেতৃত্বে শহরের কসবা কাঠগড়, মোল্লাপাড়া, মধ্যপাড়া, শেরীপাড়া ও বটতলা এলাকায় নৌকার পক্ষে গণসংযোগ, লিফলেট বিতরণে ভোট প্রার্থনা করা হয়। এতে মহিলা আওয়ামী লীগের ২৫ জন নেতা-কর্মী অংশ নেন।
পরে বিকেলে শহরের সাতানিপাড়া মহল্লায় আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক কোহিনুর বেগম বিদ্যুৎ। শহর মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা পান্না মিনার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শম্পা দত্ত, যুব মহিলা লীগ নেত্রী নুসরাত জাহান টুম্পা, ইসরাত জাহান মিতু, সাবিকুন নাহার বন্যা প্রমুখ। ওইসময় শরমিন রহমান কুমু, নাজমা আক্তার, হাসিনাতুল জান্নাত পাখি, পারুল আক্তার, শিরিন আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।