শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ও দেশ পরিচালনায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখায় শেরপুরের শ্রীবরদীতে বিএনপির অর্ধশত নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। ২১ ডিসেম্বর শুক্রবার রাতে উপজেলার সিংগাবরনা ইউনিয়নে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে ওইসব নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেন।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাফেজ মো. আব্দুর রহিম। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুর ইসলাম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আরিফুল ইসলাম ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান পলাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ সদস্য সাইফুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সন্তান কমান্ডের সভাপতি লিপন মিয়া প্রমুখ।
সভায় আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ইনতাছ আলী, সদস্য সুলতান নুরী, লাভলু সরকার, ইদ্্িরস আলী, ধলা মিয়া, নাজমূল মিয়া, শহিদ আলম, সাইফুল ইসলামসহ প্রায় অর্ধশত। সদ্য যোগদানকারীরা জানান, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং এ সরকারের জীবনমান উন্নয়নের কারণে তারা আওয়ামী লীগে যোগদান করেছে।
