নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, সুদখোর, ঘুষখোর আর জুয়াড়ি দিয়ে দেশের কোনো উপকার হয় না, শান্তি হয় না। শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ। তিনি ২১ ডিসেম্বর শুক্রবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী মিশনের সামনে আদিবাসী সম্প্রদায়ের উপস্থিতিতে নির্বাচনী পথসভায় ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, শান্তি, সমৃদ্ধি ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকা। নৌকা দেশ এনেছে। উন্নত জীবন দিয়েছে। বাংলাদেশ এখন শিক্ষা ও স্বাস্থ্যে সমৃদ্ধি অর্জন করেছে। সকল ক্ষেত্রে অপ্রতিরোধ্য। তাই উপার্জন বাড়াতে চাইলে, হালাল পথে চলতে চাইলে নৌকা প্রয়োজন।
তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে সরকারি চাকরির বয়সসীমা না থাকার সমালোচনা করে মতিয়া চৌধুরী বলেন, তারা অসম্ভব সব কথা বলে বেড়াচ্ছে। তারা জানে, এসব তারা কোনোদিন করতে পারবে না। এসব ভাঁওতাবাজি কথাবার্তা। এখন অবসরপ্রাপ্ত বাবা আর ছেলে একসঙ্গে পরীক্ষা দিতে পারবে। এতে অভিজ্ঞ বাবা ফের চাকরি পাবেন, ছেলে বেকার হয়ে বসে থাকবে।
আওয়ামী লীগের ইশতেহার নিয়ে মন্ত্রী বলেন, জননেত্রী শেখ হাসিনা মাটি ও মানুষের রাজনীতি করেন। তাই তিনি ইশতেহারে দেশের প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার কথা বলেছেন। এতে গ্রামের মানুষ শহরের সব সুবিধা পাবে। আর কী চাই। ঘরে ভাত আছে, বিদ্যুৎ আছে। গ্যাস থাকবে। মানুষ হাসপাতাল পাবে, ভালো স্কুল পাবে। আর ডিজিটাল সেবা তো এখন দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে। তাই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য শেখ হাসিনার দরকার।
ওই সময় মন্ত্রীর সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকার, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান লুইস নেংমিনজাসহ দলীয় নেতাকর্মী, আদিবাসী নেত্রীবৃন্দ ও কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী উপজেলার ধুপাকুড়া, নন্নী পূর্বপাড়া, নন্নী আমলাতলী ও বনকুড়া চৌরাস্তা মোড়ে নির্বাচনী পথসভায় অংশ নেন।
