স্টাফ রিপোর্টার ॥ উন্নয়নের গতি চলমান ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুন্ন রাখার পাশাপাশি ‘মডেল শেরপুর’ গড়তে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানিয়েছেন শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। তিনি ১৯ ডিসেম্বর বুধবার দুপুরে টানা ১০ দিন যাবত জেলা সদর থেকে তৃণমূল পর্যন্ত গণসংযোগ ও নির্বাচনী পথসভার অংশ হিসেবে সদর উপজেলার চরশেরপুর হাইস্কুল মাঠে আয়োজিত এক সভায় ওই আহবান জানিয়ে উপস্থিত জনতার কাছে স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকায় ভোট প্রার্থনা করেন।
নির্বাচনী পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বদিউজ্জামান বাদশা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও মিনহাজ উদ্দিন মিনাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। এদিন হুইপ আতিক সকাল থেকে শহরের মোবারকপুর আখেরমামুদের বাজার, চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুড়া জেডিএস মোড়, নাগপাড়া বাজার, ইন্দিরাপাড় চৌরাস্তা, হেরুয়া বালুঘাট, ডালি মন্ডলের বাজার, চরশেরপুর নয়ানীবাজার, পূর্বপাড়া তালেব আলী মাদ্রাসা, নাজিরাগারা বাজার, বাঘেরচর ও ধোপাঘাট এলাকাসহ ১২-১৩টি এলাকায় দলীয় নেতা-কর্মীদের নিয়ে গণসংযোগ করেন।