স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের সমর্থনে র্যালি করেছেন স্থানীয় আলেম-ওলামাবৃন্দ। ১৯ ডিসেম্বর বুধবার বিকেলে শহরের থানামোড় থেকে আওয়ামী লীগ প্রার্থী হুইপ আতিউর রহমান আতিককে সাথে নিয়ে বের হওয়া ওই র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে জেলা ও উপজেলা ওলামা লীগের নেতা-কর্মীসহ বিভিন্ন মসজিদ-মাদ্রাসার খতিব-সুপারগণ অংশ নেন।
র্যালি শেষে থানা মোড়ে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে হুইপ আতিক বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ ওলামা সম্প্রদায়ের মূল্যায়ন করতে জানে। জানে ধর্মীয় শিক্ষার মূল্যায়ন দিতে। তাই শেখ হাসিনার সরকার ক্বওমী মাদ্রাসার স্বীকৃতিসহ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করছে। আবারও নৌকা বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে ভবিষ্যতে তাদের উন্নয়নে অনেক কাজ করবে।
জেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, জেলা ওলামা লীগের সহ-সভাপতি মাওলানা মোঃ শরাফত আলী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ সুরুজ্জামান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, খতিব মাওলানা মোঃ আব্দুল হালিম প্রমুখ।