স্টাফ রিপোর্টার ॥ ‘যুক্তিই মোদের বিজয়ের প্রধান হাতিয়ার’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে মহান বিজয় দিবস উপলক্ষে শেরপুরে দু’দিনব্যাপী বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার নবারুণ পাবলিক স্কুল ডিবেট ক্লাবের উদ্যোগে স্কুল ক্যাম্পাসে আয়োজিত ওই বিতর্ক উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। ওইসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বিতর্ক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। প্রাতিষ্ঠানিক পড়াশোনার সাথে বিতর্ক মানুষকে সত্যিকার মানুষ হতে শেখায়’।
নবারুণ পাবলিক স্কুল ডিবেট ক্লাবের সভাপতি ফাহিম শাহরিয়া’র সভাপতিত্বে বিতর্ক উৎসবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তারেক, বাংলাদেশ ডিবেট ফেডারেশন ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব ইমতিয়াজ চৌধুরী, বিতার্কিক এমদাদুল হক রিপন, শুভংকর সাহা, মুঈন আহমদ, মাহমুদুল হাসান, মোনেম শাহরিয়ার প্রমুখ। উদ্বোধনী পর্বের প্রথমেই একাত্তরের শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উদ্বোধনী দিনে বিতর্ক প্রতিযোগিতায় ৮ টি দল অংশ নেয়।
উৎসবের দ্বিতীয় দিন সোমবার সেমিফাইনাল ও ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সদস্য বিতার্কিক সারফুন নাহার লিখি সেমিফাইনাল ও ফাইনাল বিতর্কে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ফাইনাল বিতর্কের বিষয় ছিলো ‘৭১ এর পরাজিতরা এখনো সক্রিয়’। ফাইনালে বিতর্ক দল ‘বিজয় ৭১’ স্কুলের আরেক দল ‘বীরাঙ্গনা’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দলের দলনেতা ফাহিম শাহরিয়া উৎসবের সেরা বিতার্কিক নির্বাচিত হয়। ‘বাংলাদেশ ডিবেট ফেডারেশন’ ও ‘শেরপুর ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন’ এই বিতর্ক উৎসবে সার্বিক সহযোগিতা প্রদান করে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবারুণ পাবলিক স্কুলের পরিচালক আক্তারুজ্জামান উজ্জল। অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ সেকান্দর আলী কলেজের প্রভাষক শওকত হোসেন, শেরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু তারেক, নবারুণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ লতিফা ইয়াসমিন লোপা, বিডিএফ ময়মনসিংহ বিভাগের সদস্য সচিব ইমতিয়াজ চৌধুরী, কার্টুনিস্ট সাইফুল আলম শাহীন, সারফুন নাহার প্রমুখ। সমাপনী অনুষ্ঠান শেষে অতিথিরা চ্যাম্পিয়ন, রানারআপ ও অংশগ্রহণকারী দলগুলোর সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন।