স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। ১৬ ডিসেম্বর রবিবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। শহরে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক।

এরপর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এরশাদ হোসেন খান, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ছারওয়ার জাহান, সিভিল সার্জন ডাঃ মোঃ রেজাউল করিম, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। সেসময় সেখানে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করে পুলিশ, বিএনসিসি, স্কাউট, রোভার, রেডক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
এছাড়া এ উপলক্ষে বিভিন্ন ধরনের প্রীতি খেলাধুলা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
