ads

শুক্রবার , ১৪ ডিসেম্বর ২০১৮ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এক রশিতে ঝুলে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ১৪, ২০১৮ ৪:৩৭ অপরাহ্ণ

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে এক রশিতে ঝুলন্ত অবস্থায় প্রেমিক-প্রেমিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৪ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের পশ্চিম পিরিচপুর গ্রাম থেকে ওই লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হচ্ছে স্থানীয় আব্দুল বারিকের ছেলে মনির হোসেন (২৬) ও আব্দুল করিমের মেয়ে কল্পনা আক্তার (২২)। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, শ্রীবরী উপজেলার পশ্চিম পিরিচপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে মনির হোসেনের সাথে একই গ্রামের বাসিন্দা আব্দুল করিমের মেয়ে কল্পনা বেগমের মধ্যে বিয়ের আগে থেকেই প্রেম চলছিল। কিন্তু ২ পরিবারের কেউই এ সম্পর্ক মেনে নেয়নি। এক পর্যায়ে মনিরকে তার পরিবার বিয়ে দেয় এবং তার ঘরে এক সন্তানও জন্ম নেয়। কিন্তু তাদের মাঝে গোপন যোগাযোগ ছিল। কিছুদিন আগে কল্পনাকেও তার পরিবার হিম্মত আলী নামে গাজীপুরে চাকরিরত এক ছেলের সঙ্গে বিয়ে দেয়। এরপর থেকে তাদের মাঝে যোগাযোগ কমে যায়। কয়েক দিন আগে কল্পনা আক্তার বাবার বাড়ি বেড়াতে যায় এবং মনিরের সঙ্গে গোপনে যোগাযোগ করে। অবশেষে বৃহস্পতিবার রাতে কোনো এক সময়ে তারা দু’জনেই ঘর থেকে বের হয়ে পার্শ্ববর্তী আব্দুল খালেকের বাড়ির পাশে জাম্বুড়া গাছের ডালে গলায় ফাঁস দিয়ে একই রশিতে ঝুলে আত্মহত্যা করে। পরে আশপাশের লোকজন তাদের লাশ ঝুলতে দেখে থানায় খবর দিলে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য সিদ্দিকুর রহমান জানান, বিয়ের পর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। হঠাৎ করে তারা আত্মহত্যা করেছে। ৎ
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রহুল আমিন তালুকদার জানান, ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্যে লাশ ২টি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!