স্টাফ রিপোর্টার ॥ ‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৮ পালিত হয়েছে। ৯ ডিসেম্বর রবিবার সকালে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রশাসনের তুলসীমালা কম্পিউটার ট্রেনিং সেন্টার কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবীরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক নারীনেত্রী আইরিন পারভীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বনির্ভর নারী কল্যাণ সংস্থার চেয়ারম্যান সাজেদা পারভীন ঝিনুক।
ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, জেলা মহিলা পরিষদের সভানেত্রী জয়শ্রী দাস লক্ষ্মীসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।