নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও ৫টি ক্যাটাগরিতে উপজেলার সফল ৫ জয়ীতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর রবিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার (ভুমি) তাহমিনা তারিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মুস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদের সদস্য ছামিউল হক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক প্রমুখ বক্তব্য রাখেন। ওইসময় সরকারি-বেসরকারি পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল নারী সমাজ, সাংবাদিক ও বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা বেগম রোকেয়ার ১৩৮তম জন্ম ও ৮৬তম মৃত্যুবার্ষিকীর প্রেক্ষাপট তুলে ধরেন। পরে ৫ জয়ীতাকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেয়া হয়। ৫ জয়ীতা নারীরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী আকলিমা আক্তার আঁখি, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রেহানা পারভীন, সফল জননী ফরিদা ইয়াসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে পেলে নতুন উদ্যমে জীবন শুরুকারী ছাহেরা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী রহিমা খাতুন।