স্টাফ রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতা-২০১৮ এর জেলা পর্যায়ের খেলা শেরপুরে শুরু হয়েছে। ৮ ডিসেম্বর শনিবার বিকেলে স্থানীয় শহীদ দারোগ আলী পৌরপার্ক মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু বালক গোল্ডকাপে নকলা উপজেলার খারজান প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ১-০ গোলে নালিতাবাড়ীর যোগানিয়া প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশূন্য অমিমাংসিতভাবে শেষ হয়। টাইব্রেকারে নালিতাবাড়ীর ৫টি শটে কেউ গোল না করতে পারলেও নকলার একটি শট গোল হওয়ায় তারা জয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা বালিকা গোল্ডকাপ ফুটবলে আক্রমণাত্মক ফুটবল খেলে শ্রীবরদী উপজেলার মাটিফাটা প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও-চতল প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলার প্রথমার্ধে মাটিফাটা প্রাথমিক বিদ্যালয়ের আক্রমণভাগের খেলোয়াড় ফাল্গুনী আক্তার ফারজানা গোল দু’টি করেন।
খেলা শুরুর আগে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি জেলা প্রশাসক আনার কলি মাহবুব। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ডিএফএ, ডিএসএ কর্মকর্ত, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদি দর্শক খেলাটি উপভোগ করেন।