ads

বুধবার , ৫ ডিসেম্বর ২০১৮ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীর কর্ণঝোড়া রাবার বাগানে শ্রমিকদের কর্মবিরতিতে উৎপাদন বন্ধ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৫, ২০১৮ ৮:০৭ অপরাহ্ণ

রাজস্ব ক্ষতি অর্ধ কোটি টাকা

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ দৈনিক ভিত্তিক টেপার শ্রমিকদের চাকুরী স্থায়ীকরণ, নির্ধারিত বেতনহ ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করায় শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া রাবার বাগানের উৎপাদন কার্যক্রম প্রায় ৪৬ দিন যাবত বন্ধ রয়েছে। এতে রাবার উৎপাদন মৌসুমে রাবার সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে সরকারের প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে। রাবার বাগান কর্তৃপক্ষ অফিস ঘেরাওয়ের আশঙ্কায় ৫ ডিসেম্বর বুধবার দুপুরে শ্রীবরদী থানায় একটি সাধারন ডায়েরি করেছেন। এতে করে টেপার শ্রমিক ও রাবার বাগান স্টাফদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, ১৯৯৪-১৯৯৫ অর্থ বছরে শ্রীবরদী উপজেলার গারো পাহাড় এলাকায় বাংলাদেশ বন ও শিল্প কর্পোরেশনের উদ্যোগে পাহাড়ি ৬২৫ একর জমিতে রাবার বাগান গড়ে তোলে। বর্তমানে এ বাগানে স্থানীয় প্রায় ৬০ জন দৈনিক মজুরী ভিত্তিক টেপার হিসেবে কর্মরত রয়েছে। এদের মধ্যে ১০ জন নারী আর ৫০ জন পুরুষ রয়েছেন। গত অক্টোবর মাসের শুরুতেই মধুপুর রাবার বাগানের শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের আহ্বানে কর্ণঝোড়া রাবার বাগানে কর্মরত শ্রমিকরা ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি শুরু করে। এতে করে বাগানে রাবারের কষ সংগ্রহ বন্ধ হয়ে যায়। ফলে রাবার উৎপাদন মৌসুমে রাবার সংগ্রহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।
কর্ণঝোড়া রাবার বাগানের ম্যানেজার তীর্থজিৎ রায় বুধবার বিকেলে জানান, মধুপুর রাবার বাগানের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম সানু ও সাধারন সম্পাদক মিজানুর রহমান কর্ণঝোড়া রাবার বাগানে এসে টেপার শ্রমিকদের নিয়ে বৈঠকের পর থেকেই এ বাগানে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়েছে। সরকারিভাবে ৬ জন স্টাফ এখানে কর্মরত রয়েছে। তাদের দিয়ে কোনো কার্যক্রম করানো সম্ভব হচ্ছে না। আমরা বিষয়টি স্থানীয় টেপার শ্রমিক নেতা আবুলের সাথে কথা বলেছি। কিন্তু তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনো কার্যক্রম করবে না। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনুকে অবগত করা হয়েছে। দীর্ঘ ৪৬ দিন উৎপাদন মৌসুম সময়ে বাগানের কার্যক্রম বন্ধ থাকায় সরকারের ৫০ লক্ষ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, অফিস ঘেরাওয়ের আশঙ্কায় কর্তৃপক্ষের নির্দেশে বুধবার শ্রীবরদী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
টেপার শ্রমিক নেতা আবুল বলেন, দীর্ঘদিন যাবত আমরা এ বাগানে কাজ করে আসছি। আমাদের ন্যায্য মজুরিটুকুও আমরা পাচ্ছি না। সংগঠনের কর্মসূচীর অংশ হিসেবে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। কিন্তু কর্ণঝোড়া রাবার বাগান কর্তৃপক্ষ আমাদের কোন দাবিই মেনে নিচ্ছে না। উল্টো রাবার বাগান কর্তৃপক্ষ আমাদের মধুপুর শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতাদের বিরুদ্ধে থানায় জিডি করেছেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন তালুকদার বলেন, রাবার বাগান কর্তৃপক্ষের জিডি আমলে নেয়া হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!