শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনতী প্রার্থী, বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁনকে সমর্থন ও নৌকার বিজয়ের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে মুক্তিযোদ্ধাদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের হলরুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।
সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলাম, সিংগাবরনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম, সাবেক উপজেলা ডিপুটি