নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনে একক প্রার্থী হিসেবে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে মনোনয়ন প্রদান না করা হলে নির্বাচন বর্জন ও দল থেকে গণ পদত্যাগের হুমকি দিয়েছে নালিতাবাড়ী ও নকলা উপজেলা বিএনপির নেতারা। ৩০ নভেম্বর শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই ঘোষণা দেওয়া হয়। ওইসময় বিএনপির নির্ধারিত সংবাদ সম্মেলনে পুলিশী বাঁধার অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে ২০ দলীয় জোটের পক্ষে প্রকৌশলী ফাহিম চৌধুরী, ব্যারিষ্টার হায়দার আলী ও উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান রিপন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে ২০০১ সনের মতো আসনটি দখলের জন্য জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরীর কোন বিকল্প নেই। ফাহিম চৌধুরী বাবা মারা যাওয়ার পর থেকে সব সময় নেতা-কর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলেছেন। তাই নির্বাচনে তাকেই প্রয়োজন। তারা হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ফাহিম চৌধুরী ছাড়া অন্য কাউকে এ আসনে মনোনয়ন দেওয়া হলে তারা স্থানীয় নির্বাচন বর্জন এবং দল থেকে গণপদত্যাগ করতে বাধ্য হবে।
এ ছাড়াও বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সকল সুবিধা ভোগ করলেও পুলিশী বাঁধায় আমাদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন না করতে পেরে আমরা বাধ্য হয়েছি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করতে। তাই আমরা মনে করি নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি।
সংবাদ সম্মেলনে নালিতাবাড়ী উপজেলা বিএনপির আহবায়ক নুরল আমিন, যুগ্ম আহবায়ক আশরাফ আলী লিখিত বক্তব্য পাঠ করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ওই সময় নকলা উপজেলা বিএনপির আহবায়ক রফিজ উদ্দিন রেফাজ, যুগ্ম আহবায়ক মাহমুদুল হক দুলাল, নালিতাবাড়ী বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান লিটন, ফাতেমা সরকার, হুমায়ুন কবির, শহর বিএনপির সভাপতি, সাবেক পৌর মেয়র আনোয়ার হোসেন, শফিকুল ইসলাম রিপন প্রমুখ।