বিশেষ প্রতিবেদক ॥ শেরপুরের জহুরুল ইসলাম জনির লেখা ‘যন্ত্রণা’ শিরোনামে গানটি প্লে-ব্যাক হয়েছে জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত ‘ধূসর আকাশ’ নাটকে। জনি শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সন্তান এবং শেরপুর সরকারি কলেজে স্নাতক অধ্যয়নরত।
জানা যায়, গত ২৯ নভেম্বর রাতে বাবু সিদ্দিকীর রচনা ও পরিচালনায় মহিদুল মহিমের চিত্রনাট্যে নির্মিত ‘ধূসর আকাশ’ নাটকটি প্রচারিত হয় আরটিভিতে। এতে অভিনয় করেন হালের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, নীলাঞ্জনা নীলা, মিথিলা, আনন্দ খালেদ, পীরজাদা হারুন প্রমুখ। ওই নাটকে ‘যন্ত্রণা’ শিরোনামে গান লেখার সুযোগ পান শেরপুরের জহুরুল ইসলাম জনি। গানে যৌথভাবে কন্ঠ দেন নীল ও সৌরভ। গানে সুর দিয়েছে সৌরভ ও সঙ্গীতায়োজন করেন রাব্বানী প্রত্যয়। আরটিভির পাশাপাশি নাটকটি মুক্তি দেয়া হয় ‘জেএমআর এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে। স্যাড রোমান্টিক ধারার গানটি রীতিমত দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে।
জহুরুল ইসলাম জনি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রডাকশনের ব্যানারে নিয়মিত গান, নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য গান লিখছেন। ‘দেউলিয়া’ নামে তার নিজের এক ব্যান্ডও রয়েছে।
