ads

বুধবার , ২৮ নভেম্বর ২০১৮ | ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৩টি আসনে ২২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৮, ২০১৮ ৭:৩৯ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসন থেকে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দল ও ২ স্বতন্ত্র মিলে ২২ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ২৮ নভেম্বর বুধবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ওই তথ্য জানান। এর মধ্যে শেরপুর-১ আসনে ৯ জন, শেরপুর-২ আসনে ৫ জন ও শেরপুর-৩ আসনে ৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
জানা যায়, শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, বিএনপি মনোনীত একাধিক মামলায় কারাগারে থাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ হযরত আলী ও তার মেয়ে ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, শফিকুল ইসলাম মাসুদ ও ফজলুল কাদের লুটু (বিএনপি), জাতীয় পার্টি (এরশাদ) মনোনীত জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোঃ ইলিয়াস উদ্দিন, কমিউনিস্ট পার্টি মনোনীত আফিল শেখ, ইসলামী আন্দোলনের এডভোকেট মতিউর রহমান এবং কৃষক-শ্রমিক-জনতা লীগ থেকে জহির রায়হান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপন, চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সচিব ব্যারিস্টার এম হায়দার আলী ও প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী, ইসলামী আন্দোলন থেকে নুরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন, বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মাহমুদুল হক রুবেল ও মেজর (অবঃ) মাহমুদুল হাসান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাছের বাদল, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সুরা সদস্য আব্দুস সাত্তার, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি থেকৈ আবু বকর সিদ্দিক এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারওয়ার্দী বাহাদুর ও ইমতিয়াজ আলী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!