শ্যামলবাংলা ডেস্ক : সুবর্ণা মোস্তফা প্রথমবারের মতো পোশাকের মডেল হলেন। বর্ণাঢ্য ক্যারিয়ার ঝলমলে। রয়েছে অজস্র প্রাপ্তির পালক, ছোট পর্দায় অভিনয় গুণে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন, চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। টেলিভিশন বিজ্ঞাপন থেকে নাটক, চলচ্চিত্র সবখানেই তার সমুজ্জ্বল উপস্থিতি। কিন্তু এই দীর্ঘ ক্যারিয়ারে কখনওই পোশাকের মডেল হননি।
সম্প্রতি ফ্যাশন হাউজ বিশ্ব রঙের পোশাকের মডেল হয়েছেন বাংলাদেশের এই গুণী অভিনেত্রী। ফ্যাশন হাউজটি বিজয় দিবস উপলক্ষ্যে নতুন ডিজাইনের বেশ কিছু পোশাক বাজারে আনে। আর এই পোশাক ফ্যাশন সচেতনদের নিকট পরিচয় করিয়ে দিতেই প্রতিষ্ঠানটির কর্ণধার বিপ্লব সাহা আমন্ত্রণ জানান সুবর্ণা মোস্তফাকে।
বিপ্লব সাহা জানান, সুবর্ণা আপার সাথে আমার পরিচয় ২০০১ সালে। বিভিন্ন সময় তার সাথে আমার নানা বিষয় নিয়ে কথা হয়। আমার ফ্যাশন হাউজ থেকে কেনাকাটাও করেন তিনি। দুর্গাপূজার সময় আমাদের ফটোশুট দেখে মুগ্ধ হন।
তিনি বলেন, সুবর্ণা আপা এরপর আমাকে মজা করেই বললেন সবাইকে তুমি মডেল বানাও, আমাকে তো বলো না। কথাটা মজা করে হলেও আমি মাথায় রেখেছিলাম এবং বড় একটা ইভেন্ট খুঁজছিলাম। বিজয় দিবসের মতো একটা ইভেন্ট পেয়ে সুবর্ণা আপাকে জানালাম, তিনি রাজি হলেন।