নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় মৃত্তিকা নমুনা সংগ্রহ ও পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর মঙ্গলবার বিআরডিবি মিলনায়তনে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার জামালপুর’র আয়োজনে ওই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট জামালপুরের আঞ্চলিক গবেষণাগার উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নুরুল হুদা আল মামুন।
ওইসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ ও কৃষিবিদ শেখ ফজলুল হক মণি, বৈজ্ঞানিক কর্মকর্তা আর্জিনা হকসহ স্থানীয় সাংবাদিক ও প্রশিক্ষণার্থী কৃষকগণ উপস্থিত ছিলেন। ওই প্রশিক্ষণে ৫০ জন কৃষক অংশ নেন।