স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকা থেকে নীরবে প্রত্যুষে নির্বাচনী এলাকায় পৌঁছে নির্বাচনী আচরণবিধির যথাযথ অনুসরণ করে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তিনি ২৭ নভেম্বর মঙ্গলবার সকালে নালিতাবাড়ী উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। ওইসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল হক মাস্টার, সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার উপস্থিত ছিলেন। এর আগে পৌরশহরের তারাগঞ্জ মধ্যবাজারে ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এক মিলাদ অনুষ্ঠানে মতিয়া চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিভিন্ন জরিপে আমি এগিয়ে ছিলাম বলেই আমাকে মনোনয়ন দেয়া হয়েছে। এলাকার মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। আপনারা দোয়া করবেন এবং নৌকা প্রতীকে ভোট দেবেন। তিনি আরও বলেন, নির্বাচনের আচরণ বিধির প্রতি খেয়াল রেখে আমি মঙ্গলবার ভোরে এলাকায় এসেছি। ওইসময় যেন কেউ মিছিল করতে না পারে, সেজন্যই ওই সতর্কতা অবলম্বন করা হয়েছে।
একইভাবে দুপুরে নকলা সদরে দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে এক দোয়া মাহফিল শেষে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহিদুর রহমানের কাছে পৃথক মনোনয়নপত্র জমা দেন মতিয়া চৌধুরী। ওইসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, শহর আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগ ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন উপস্থিত ছিলেন।
জানা যায়, এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে টানা ষষ্ঠবারের মতো শেরপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে শেরপুর অঞ্চলে রেকর্ড গড়েছেন বেগম মতিয়া চৌধুরী। এ আসনে এর আগে তিনি ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪’র নির্বাচনসহ টানা ৫ দফায় আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। এর মধ্যে ২০০১ এর নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তাকে হারানো হলেও অন্য ৪টি নির্বাচনেই তিনি বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হন। ১৯৯৬, ২০০৮ ও ২০১৪’তে শেখ হাসিনার নেতৃত্বাধীন ৩ দফার সরকারেই মতিয়া চৌধুরী কৃষিসহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছেন। ফলে তার মাধ্যমে এলাকায় সড়ক যোগাযোগসহ বিভিন্ন খাতে শত শত কোটি টাকা ব্যয়ে নজরকাড়া উন্নয়ন সাধিত হয়েছে।
উল্লেখ্য, অন্যান্য নির্বাচনী এলাকায় ব্যত্যয় ঘটলেও শেরপুর-২ আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সোমবার মতিয়া চৌধুরীর পক্ষ থেকে নালিতাবাড়ী ও নকলায় পৃথক পৃথক মনোনয়ন সংগ্রহ করা হয়।




