স্টাফ রিপোর্টার : শেরপুরে জেলা ও দায়রা জজ এবিএম জহিরুল গনি চৌধুরী ও যুগ্ম জেলা জজ-১ হারুন অর রশীদকে বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। ২৫ নভেম্বর রবিবার সকালে বার ভবন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা ক্রেস্টসহ ফুলের তোড়া তুলে দেওয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ আখতারুজ্জামান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম মোছাদ্দেক ফেরদৌসী, সাধারণ সম্পাদক খন্দকার মাহবুবুল আলম রকীব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট এমকে মুরাদুজ্জামান, সহ-সভাপতি এডভোকেট হরিদাস সাহা, সিনিয়র এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট রওশন কবীর আলমগীর এপিপি প্রমুখ।
অনুষ্ঠানে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দাস, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক কামরুল হাসান খান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সুলতান মাহমুদ, সিনিয়র সহকারী জজ মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার, হুমায়ুন কবীর, নাহিদ সুলতানা ও মোমিনুন্নেছা খানম, সহকারী জজ শারমিন সুলতানা সুমী ও বেগম মোসাঃ সানিয়া আক্তার, নবাগত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনসহ সমিতির বর্তমান ও সাবেক কর্মকর্তা-সদস্যগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে শেরপুরে যোগদান করেন জেলা ও দায়রা জজ এবিএম জহিরুল গনি চৌধুরী। তিনি এখন রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে যোগদান করবেন। এছাড়া যুগ্ম জেলা জজ হারুন অর রশীদ বদলি হয়ে একই পদে নেত্রকোনায় যোগদান করবেন।