স্টাফ রিপোর্টার : শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচনে শেষ দিনে ৩ গ্রুপে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ২৫ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ওই ২২ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় নির্বাচনে সাধারণ, সহযোগী ও ট্রেড গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩১ জন প্রার্থী।
মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে রয়েছেন ট্রেড গ্রুপে মোঃ সারোয়ার হোসেন, সাধারণ গ্রুপে অনির্বাণ রায় চৌধুরী, নন্দ সাহা, নজরুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, উজ্জলুর রহমান, আজাহার আলী, আব্দুল্লাহ আল মামুন শাহীন, আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন, ভোলানাথ ঘোষ, অসিম কুমার দত্ত হাবলু, মোঃ জাহাঙ্গীর, বিনয় কুমার সাহা, মোঃ শহীদুল্লাহ শহীদ, সেলিম, মোঃ আল রাফি ও একেএম আসাদুজ্জামান হিরু, সহযোগী সদস্য মাজহারুল হক লুটু, মোঃ আঙুর মিয়া, কৃষ্ণ ঘোষ, বিদ্যুৎ কুমার নন্দী ও সজীব ঘোষ।
এদিকে ওই ২২ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেয়ায় এখন ট্রেড গ্রুপে ২ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রকাশ দত্ত, অজয় কুমার চক্রবর্তী জয় ও আব্দুল বাতেন। সাধারণ সদস্য গ্রুপে ১২ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসাদুজ্জামান রৌশন, আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, সাবিহা জামান শাপলা, মুসা মিয়া, শেখ শোভন, আরিফুল কবীর আপেল, এসএম আজিজুদ্দিন আহম্মেদ ইকরাম, বাহরাম বাদশা, রেজুয়ানুর রহমান বকুল, ওয়ালিদ বিন ফেরদৌস, বাবুল আহমেদ, মো. জাহাঙ্গীর, মো. রফিকুল ইসলাম, মনির উদ্দিন আহমেদ, লায়েছুর রহমান দারা, জাবেদ জাহান ইসলাম, গোপাল চন্দ্র সাহা, বশিরুল ইসলাম শেলু, মো. তৌহিদুর রহমান পাপ্পু ও নির্মল কুমার সাহা। এছাড়া সহযোগী সদস্য গ্রুপে ৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস কুমার সাহা, কানু চন্দ্র চন্দ, রাজন সরকার রাজু এবং খুরশীদ আলম মিঠু, চন্দন কুমার সাহা, রনক কুমার সিংহ রায়, অটলেশ মালাকার ও শুভ্র সাহা বাবন।
ইতোমধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আসাদুজ্জামান রৌশনের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে একটি প্যানেল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে ২২ জন প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় এখন আর পাল্টা প্যানেল তৈরি বা ঘোষণার খুব একটা সম্ভাবনা নেই বলে মনে করছেন সচেতন মহল।
উল্লেখ্য, এ নির্বাচনে ৩টি গ্রুপে মোট ভোটার সংখ্যা ১৯৬০। এর মধ্যে ট্রেড গ্রুপে ২৩ জন, সাধারণ গ্রুপে ১২৮০ জন ও সহযোগী গ্রুপে ৬৬৭ জন। ১৪ ডিসেম্বর পরিচালক পদে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে। ওইদিন সকাল ৮ টা থেকে সাড়ে ১২টায় নামাজ ও দুপুরের খাবারের বিরতি দিয়ে বেলা ২ টা থেকে একটানা বিকেল ৫ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন ভোট গণনা শেষে করে চেম্বার ভবনে পরদিন ১৫ ডিসেম্বর দুপুর ১টার মধ্যে নির্বাচিতদের নামের তালিকা প্রকাশ করা হবে। এরপর ওই দিন বিকেলে চেম্বার ভবনে অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার কর্মকর্তা নির্বাচন।