ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে গারোদের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব পালিত হয়েছে। ২৫ নভেম্বর রবিবার সকালে উপজেলার দুধনাই গ্রামের মরিয়মনগর সাধু জর্জ ধর্মপল্লীতে ওই উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রার্থনা পরিচালনা করেন করেন পবিত্র ক্রুশ যাজক সংঘ বাংলাদেশ এর প্রভিন্সিয়াল ও খামাল ফাদার জেম্স ক্লেমেন্ট ক্রুশ, সিএসসি। এতে সভাপতিত্ব করেন মিশনের পাল পুরোহিত ফাদার সুবল কুজুর সিএসসি।
সকাল সাড়ে ৮ টায় স্থানীয় হাইস্কুল মাঠে প্রধান অতিথিকে কুতুব পড়িয়ে এবং খ্রীষ্ট পর্বের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ওইসময় গারোদের ১৩ টি গোত্রের মানুষ তাদের উৎপাদিত ফসল এনে খ্রীষ্টের নামে উৎসর্গ করেন। এরপর উপস্থিত সকলকে থক্কাদান (কপালে নতুন ধানের চালের গুরো দিয়ে ফোঁটা দিয়ে আশির্বাদ) শেষে গির্জায় ভেতর প্রার্থনা করা হয়। ওইসময় পবিত্র খ্রীষ্টযাগ, দান সংগ্রহ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে মিশন এলাকার গ্রামের বিভিন্ন বাড়িতে নক্গাত্তা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৮৫ সাল থেকে মরিয়মনগর সাধু জর্জ খ্রীষ্টান মিশনের উদ্যোগে এখানে ওয়ানগালা উৎসব পালন করা হচ্ছে। আদিবাসী গারোদের বিশ্বাস, ‘মিসি সালজং’ বা শস্য দেবতার ওপর নির্ভর করে ফসলের ভালো ফলন। এই শস্য দেবতাকে ধন্যবাদ জানিয়ে ও নতুন ফসল খাওয়ার অনুমতির পাশাপাশি ‘পরিবারে ভালবাসা, ম-লীর আনন্দ, সব পরিবারের মঙ্গল কামনা করে’ এ বছরে শেরপুরের ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়রা পালন করেন ওয়ানগালা (নবান্ন) উৎসব। একসময় গরোরা তাদের ফসল দেবতা মিসি সালজং কে উৎসর্গ করে এ উৎসব পালিত হলেও বর্তমানে তারা খ্রীষ্টান ধর্মে ধিক্ষিত হওয়ায় তারা এখন খ্রীষ্ট পর্বের (খ্রীষ্টান ধর্মীয় মতে) মাধ্যমে এ অনুষ্ঠান পালন করেন।