স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ নভেম্বর শুক্রবার দুপুরে শহরের বটতলা মোড় এলাকা থেকে ওই অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বোরখা পরিহিত ওই নারী বৃহস্পতিবার বিকেলে বটতলা মোড় এলাকায় এসে রাস্তার এক পাশে বসে তসবি পড়তে ও জিকির করতে থাকে। শুক্রবার দুপুরে ওই নারীকে রাস্তায় পড়ে থাকতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। ওইসময় ওই লাশের সাথে থাকা একটি ব্যাগে ২১ হাজার ৭শ টাকা পাওয়া যায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুুলিশ। কি কারণে নারীর মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই নারীর স্বজনদের খোঁজ নেয়া হচ্ছে। বাংলাদেশের সব থানায় বেতার বার্তা প্রেরণ করা হয়েছে।




