স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের ঝিনাইগাতীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জমশেদ আলী (৬০) আর নেই (ইন্নালিল্লাহে……….রাজেউন)। তিনি ২৪ নভেম্বর শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে ঝিনাইগাতীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, শনিবার বাদ মাগরিব ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের বনগাঁও বাজারে স্থানীয় লোকজনদের সাথে আলাপচারিতা শেষে জেলা শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে জমশেদ আলী আকস্মিক অসুস্থ হয়ে মাটিতে ঢলে পড়েন। দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার সাথে থাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, বনগাঁও বাজারে অনেকটা হাসি-খুশি অবস্থায় স্থানীয় লোকজনদের সাথে আলাপচারিতা শেষে বিদায় নেওয়ার প্রাক্কালে তিনি আকস্মিক ঢলে পড়েন। পরে তার লাশ হাতিবান্ধা ইউনিয়নের ঘাগড়া কামারপাড়া গ্রামের বাড়িতে নেওয়া হয়। রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তার নামাজে জানাজার সময় জানা যায়নি। তবে ঝিনাইগাতী ও শেরপুর সদরে পৃথক নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হতে পারে- এমনটাই শোনা যাচ্ছে।