ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপরের ঝিনাইগাতীতে বাংলাদেশ সাংবাদিক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২৪ নভেম্বর শনিবার দুপুরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, আরটিভির জেলা প্রতিনিধি মুগনিউর রহমান মনি।
দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লোকমান হোসাইন, রফিকুল ইসলাম, জিয়াউল হক, ফজিলা খাতুন শারমিন, রেজাউল করিম, মেহেদী হাসান মাসুম, ইউসুফ আলী সরকার, সারোয়ার সোলাইমান লিটন প্রমুখ। পরে শেরপুরেরআলোডটকম’র সম্পাদক ও দি নিউ নেশন’র জেলা প্রতিনিধি প্রভাষক রফিকুল ইসলামকে সভাপতি এবং দৈনিক খবরপত্রের প্রতিনিধি মঞ্জুরুল হক মঞ্জুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশ সাংবাদিক সমিতির ঝিনাইগাতী উপজেলা শাখা’র কমিটি গঠন করা হয়।
