ময়মনসিংহ প্রতিনিধি ॥ শিশুর সুষম পুষ্টিতে মাতৃদুগ্ধের কোন বিকল্প নেই, দুগ্ধ পান করালে মায়েদের সৌন্দর্য হানি হয় না এবং ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি হ্রাস পায়। প্রত্যেক প্রত্যেক মায়েদের মাতৃদুগ্ধ পান নিশ্চিত করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা করার জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ে মাতৃদুগ্ধের উপকারিতা ও গুঁড়াাদুধের ক্ষতিকর দিক নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার এসব কথা বলেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ এ কে এম আব্দুর রব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ মোঃ আব্দুল গনি, ডেপুটি সিভিল সার্জন পরীক্ষিত কুমার পাড়ে, বিভাগীয় কমিশনার এপিএস মোঃ মাইন উদ্দিন ও বাংলাদেশ ব্রেস্টফিডিং ফাউন্ডেশন এর সমন্বয়কারী উৎপল দাস। অনুষ্ঠানে ময়মনসিংহের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার নেতৃস্থানীয় সাংবাদিকবৃন্দ আলোচনা সভায় অংশ নেন।
