স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্টের অংশ নেওয়ার ঘোষণায় হঠাৎ করেই সরব হয়ে উঠছেন শেরপুরের ৩টি আসনের দলীয় নেতা-কর্মীরা। ফলে নির্বাচনের উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিএনপির তৃণমূলের নেতা-কর্মীদের মাঝেও। তারা ভিড় করছেন পছন্দের সম্ভাব্য প্রার্থীদের পেছনে। বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রায় ২ ডজন নেতা দলীয় মনোনয়ন সংগ্রহে ঢাকায় ছুটে গেছেন।
শেরপুর-১ (সদর) আসন থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক, শিল্পপতি আলহাজ্ব মোঃ হযরত আলী প্রধান মনোনয়নপ্রত্যাশী। তিনি একাধিক মামলায় দীর্ঘদিন যাবত হাজতবাসে থাকলেও শেষ মুহূর্তে উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকার নয়া পল্টনস্থ দলীয় কার্যালয় থেকে তার মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এছাড়া একইদিনে আরও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সুপ্রীম কোর্টের সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট মোঃ তৌহিদুর রহমান তৌহিদ ও সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম শহীদুল ইসলাম ভিপি। এরপরও দলীয় মনোনয়ন সংগ্রহে ঢাকায় অবস্থান করছেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপনসহ আরও কয়েকজন নেতা। এ আসনে যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হওয়া কামরুজ্জামানের ছেলে ওয়ামি জামানও ঐক্যফ্রন্টের সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন- রাজনীতির অন্দর-বাহিরে এমনটিই শোনা যাচ্ছে।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে বিএনপির প্রধান মনোনয়নপ্রত্যাশী প্রয়াত হুইপ জাহেদ আলী চৌধুরীর পুত্র প্রকৌশলী ফাহিম চৌধুরী, সাবেক সচিব ব্যারিস্টার এম. হায়দার আলী ও নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপনসহ কয়েকজন নেতা দলীয় মনোনয়ন সংগ্রহে ঢাকায় অবস্থান করছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল প্রধান মনোনয়নপ্রত্যাশী হওয়ায় বেশ কদিন ধরেই তিনি ঢাকায় রয়েছেন এবং মঙ্গলবার কেন্দ্রীয় অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এলাকা ও কেন্দ্রে তার দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত বলে আবহাওয়া বইলেও এ আসন থেকে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাসহ আরও কয়েকজন দলীয় মনোনয়ন সংগ্রহে ঢাকায় অবস্থান করছেন। আর শ্রীবরদী উপজেলা জামায়াতের সাবেক আমির নুরুজ্জামান বাদল জাতীয় ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন পেতে ঢাকায় ছুটোছুটি করছেন।