স্টাফ রিপোর্টার ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ। ১০ নভেম্বর শনিবার দুপুরে দলীয় কার্যালয়ে দলের সকল স্তরের নেতাকর্মীর উপস্থিতিতে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
দলীয় সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে শনিবার দলীয় কার্যালয়ে এক সভা আহবান করা হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ দলের সকল স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে বেগম মতিয়া চৌধুরীকে দলের একক প্রার্থী হিসেবে সিদ্ধান্ত নিয়ে সভার কার্যবিবরণীতে একক প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়। সেইসাথে রেজ্যুলেশনের কপি দলীয় মনোনয়ন বোর্ড বরাবর পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক।
এদিকে সোমবার দুপুরে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ জানান, নকলা উপজেলা থেকেও আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে রয়েছেন বেগম মতিয়া চৌধুরী। মঙ্গলবার বর্ধিত সভার মাধ্যমে তা রেজ্যুলেশন করে কেন্দ্রে পাঠানো হবে। তিনি আরও জানান, ১২ নভেম্বর সোমবার নকলা ও নালিতাবাড়ীর নেতৃবৃন্দ বেগম মতিয়া চৌধুরীকে সাথে নিয়ে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।