নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের হস্তক্ষেপে ফের বাল্যবিয়ে বন্ধ হয়েছে। ১১ নভেম্বর রবিবার রাতে উপজেলার গণপদ্দী এলাকায় বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে স্থানীয় স্বপ্না আক্তার নামে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। সে স্থানীয় কাবেদ আলীর মেয়ে ও গণপদ্দী উচ্চ বিদ্যালয় থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা যায়, রবিবার রাতে নকলা উপজেলার গণপদ্দী এলাকার কাবেদ আলার মেয়ে স্বপ্নার বিয়ের আয়োজন করা হয়েছে, এমন সংবাদে ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান বিয়ে বাড়িতে ছুটে যান। খবর পেয়ে বিয়ে বাড়িতে পৌঁছান এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় কয়েকজন সাংবাদিক। পরে ইউএনও স্বপ্নার বাবা কাবেদ আলীসহ কনে পক্ষের লোকজনকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝালে তারা পারিবারিকভাবে বিয়ে বন্ধ করে দেন এবং বিয়ের পূর্ণ সময় না হওয়া পর্যন্ত ছেলে-মেয়েকে অন্যত্র বিয়ে দেবেন না বলে অঙ্গীকার করেন।
এ ব্যাপারে ইউএনও জাহিদুর রহমান বলেন, ইতোমধ্যে নকলাকে জেলার প্রথম বাল্যবিয়েমুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এরপরও এ উপজেলায় বাল্যবিয়েতো বটেই, কোনো বাল্যবিয়ের আয়োজনকেও মেনে নেয়া হবে না। এর ব্যত্যয় ঘটলে আয়োজকদেরকেও আইনের আওতায় আনা হবে বলে কঠোর হুশিয়ারি দেন তিনি।