শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ নভেম্বর শনিবার সন্ধ্যায় শহরের উত্তর বাজার জাকির মার্কেটে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত ওই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাকির হোসেন।
উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ও জেলা পরিষদ সদস্য আবু জাফরের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ, ছাত্রলীগ নেতা সুজন রেজা, সিংগাবরনা ইউনিয়ন শ্রমিকলীগ আহবায়ক ইউনুছ মেম্বার, পৌর শ্রমিক লীগ নেতা দুলাল মিয়া প্রমুখ। সম্মেলন সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল কাশেম।
সম্মেলনে গোসাইপুর ইউনিয়ন শ্রমিকলীগের আব্দুল হাকিম সরকারকে আহবায়ক মতিউর রহমান ও সুলতান আলী খানকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। অপরদিকে শ্রীবরদী সদর ইউনিয়ন শ্রমিক লীগের রমজান আলীকে আহবায়ক ও নুর বাহারকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ ও শ্রমিকলীগসহ অংগসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।