নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় সর্বসাধারনের পত্রিকা পড়ার সুবিধার্থে উন্মুক্ত দেওয়াল পত্রিকার বোর্ড উদ্বোধন করা হয়েছে। ১০ নভেম্বর শনিবার বিকালে শেখ রাসেল স্মৃতি সংসদের অর্থায়নে নকলা শহরের প্রাণকেন্দ্র নকলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সের সামনে তথা নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় রাস্তার মোড়ে দৈনিক জাতীয়, স্থানীয় ও সাপ্তাহিক পত্রিকা সাটানোর জন্য একটি বিলবোর্ড স্থাপন করে শেখ রাসেল স্মৃতি সংসদের কতৃপক্ষ। ওই দেওয়াল পত্রিকার বোর্ড উদ্বোধন উপলক্ষে শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই পত্রিকা বোর্ড উদ্বোধন করেন।
ওই সময় উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি একেএম মাহবুবুল আলম সোহাগ, নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, যুগ্ম সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠকি সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ছামিউল হক মুক্তা, জেলা পরিষদের সদস্য ছানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ সরকার, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি নওশাদ শারফিন শুভ, সাধারন সম্পাদক সালেহীন জামান জয়, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এফএম কামরুল আলম রঞ্জু ও সদস্য রফিকুল ইসলাম, শেখ রাসেল স্মৃতি সংসদের সদস্য সোহাগ, গোলাম কিবরিয়া বাবু, লিখন, মিশু ও সুমনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।