শ্যামলবাংলা ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ১১ নভেম্বর রবিবার দুপুর ১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক উপস্থিত হয়ে নড়াইল-২ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তার আগে সকাল সাড়ে ১১টার দিকে মাশরাফি গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নেন।
এর আগে শনিবার বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি ও টেস্ট-টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসানের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনার খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তারা দু’জন শনিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করেন। এরপর সাকিব আল হাসানকে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সাকিব মনোনয়ন না কেনার ব্যাপারটি নিশ্চিত করেন।