স্টাফ রিপোর্টার ॥ ‘জেগেছে যুব গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১ নভেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এবং শেরপুর পৌরসভা, ওয়ার্ল্ড ভিশন ও এসডিএফ’র সহযোগিতায় জেলা কালেক্টরেট চত্ত্বরে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুরের সহকারী পুলিশ সুপার রেজওয়ান দীপু। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ হারুন-অর-রশিদ।
আলোচনা অনুষ্ঠান শেষে হুইপ আতিউর রহমান আতিক যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ৭জন যুবক-যুবতীর মাঝে স্বল্পসুদে আত্মকর্মসংস্থানের জন্য ৩ লক্ষ ৯ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন।