স্টাফ রিপোর্টার ॥ ‘ময়লা থাকবে চোখের আড়াল, দেখব সবাই পরিস্কার সকাল’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর পৌরসভায় রাত্রিকালে ময়লা-আবর্জনা সংগ্রহ ও নিষ্কাশনের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ৭ অক্টোবর রবিবার রাতে পৌরসভা অঙ্গণে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন।
পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেয়রপত্নী শাহিনা আক্তার, পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, জেলা ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা শামীমা, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক শামীম হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, পৌর লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা আলম, পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা ডলি, পৌর সিবিও’র সভাপতি নজরুল ইসলাম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা শরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির।
সভাপতির বক্তব্যে পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, নান্দনিক ও পরিচ্ছন্ন শেরপুর শহর গড়তে আজ থেকে রাতের বেলায় ময়লা আবর্জনা সংগ্রহ ও নিষ্কাশন করা হবে। এতে পৌরবাসীর ভোগান্তি অনেকাংশে লাঘব হবে। তিনি শহরের বর্জ্য নিষ্কাশনে পৌরসভার পাশাপাশি পৌরবাসীদেরও সচেতন হওয়ার আহবান জানান। ওইসময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।